Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হর্টিকালচার সেন্টার, খোকশাবাড়ি, সিরাজগঞ্জ  এর ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম


এক নজরে

হর্টিকালচার সেন্টার টি সিরাজগঞ্জ শহর হতে ৫.০০ কি.মি উত্তরে খোকশাবাড়ি ইউনিয়নের খোকশাবাড়ি বাজার সংলগ্ন সিরাজগঞ্জ-কাজিপুর-ধুনট সড়কের পূর্বপার্শ্বে অবস্থিত।  

এর ভৌগলিক অবস্থান (Geo Location) নিম্নরূপ :

অক্ষাংশ (Latitude) : 24.4893361

দ্রঘিমাংশ (Longitude) : 89.6834248

উদ্দেশ্যঃ উদ্যানতাত্তিক ফসলের চারা/ কলম/বীজ উৎপাদন, বিতরণ, কৃষক/কৃষাণী প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণ এবং ফলদ, বনজ ও ঔষধী চারা রোপনের  মাধ্যমে  আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করা।

 

মোট জমির পরিমান : ৫.০০ একর
    
 
সেন্টারের সেবা সমূহ: 
 
      প্রশিক্ষণ 
      কৃষকদের কারিগরি সহায়তা প্রদান।
      বিভিন্ন উদ্যান ফসলের নতুনজাত প্রবর্তন।
      সরকার নির্ধারিত সুলভ মূল্যে উন্নত মানের উদ্যান ফসলের চারা/কলম বিতরণ।
 
 
বিদ্যমান সুবিধাদি: 

      (ক)  বিভিন্ন উদ্যান ফসলে নতুন নতুন জাত  প্রদর্শন।
      (খ)  কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান।
      (গ)  চারা কলম উৎপাদন এবং সরকার নির্ধারিত সুলভ মূল্যে চারা/কলম বিতরণ।
      (ঘ)  বিভিন্ন প্রকার ফলবাগানের প্রদর্শনী স্থাপন। 
      (ঙ) কৃষক এবং নার্সারি-ম্যান প্রশিক্ষণ। 
 
 
সেন্টারে প্রদর্শিত প্রযুক্তি সমূহ:

               (১) গ্রাফটিং/লেয়ারিং এর মাধ্যমে উন্নতমানের চারা/কলম উৎপাদন।
               (২) রিজুভিনেশন। 
               (৩) ভার্মি কম্পোষ্ট  উৎপাদন। 
               (৪) অর্নামেন্টাল গ্যালারী।  
               (৫) ফলগাছ পরিচর্যা।                                                          
               (৬) বিভিন্ন ফলের নতুন নতুন জাত প্রদর্শন। 
               (৭) সৌন্দর্য বর্ধন।                                                                    
               (৮) ফলগাছের সার ব্যবস্থাপনা।
               
               
 

হর্টিকালচার সেন্টার, খোকশাবাড়ি, সিরাজগঞ্জ প্রতিষ্টানটি জন্ম লগ্ন হতে কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য বিভিন্ন ফলদ, শাক সব্জী, বনজ, ঔষধী, মসলা, ফুল, শোভাবর্ধনকারী গাছের চারা/কলম সহ উদ্যান বিষয়ক বিভিন্ন ফসলের বীজ সরকারী যথাযথ নিয়মে বিক্রয় করে আসছে। অত্র সেন্টারের উৎপাদিত চারা/কলম/বীজ চাহিদা ও প্রয়োজন অনুযায়ী স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। এই প্রতিষ্টানটি চারা /কলম বিক্রি করা ছাড়াও উদ্যান বিষয়ক বিভিন্ন ফসলের সমস্যা সমাধানের জন্য কৃষক/কৃষানীদেরকে পরামর্শ প্রদান করে থাকেন। ফলশ্রুতিতে এই সেন্টারের সুযোগ সুবিধা জনসাধারন অত্যন্ত সহজ ভাবে পেয়ে থাকেন ও কৃষিতে প্রয়োগ করে কৃষির বিপ্লব সাধন করতে সক্ষম হন।